সত্য বল সুপথে চল
চলে না আর সে বাণী,
মিথ্যা যত মজা ততো
জগৎ ভরা ভণ্ডামি।
ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা
মজা লুটে দোখান্দার।
প্রেমিক মনা প্রেম রসনা
বসাইলো রে হাট-বাজার ॥
সত্য কথা এই জগতে
বড্ড বেমানান,
সত্য বললে নিজের গিন্নিও
করে অভিমান।
নিজের ঘরে নিজেই দোষী
মিথ্যা করে দেনদরবার ॥
তুমি আমার আমি তোমার
কথা মধুর কথা,
স্বার্থশেষে কেটে পড়ে
বুকে দিয়ে ব্যথা।
নকলের ভিড়ে আসল করে
শুধু হাহাকার ॥
Song: Jogot Vora Vondami
Singer: Kamruzzaman Rabbi
Lyric & Tune: Sarkar Sujon
Tell the truth and walk the right path
No more that word,
Lies are fun
The world is full of hypocrisy.
Hypocritical buyer of hypocritical love
Dokhandar is having fun.
A lover's mind is love
Put it in the bazaar.
Truth is in this world
very inconsistent,
To tell the truth, his own money
proud of
Blame yourself in your own house
He lied to the court.
you are mine i am yours
Sweet words,
Interest is cut off
Pain through the chest.
The original in the crowd of fakes
just moan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...